অনুচ্ছেদঃ ঈমান
অনুচ্ছেদঃ ঈমান (সহীহ আল বুখারী ১ম খন্ড)
আল্লাহ বলেছেনঃ
“তােমরা নিজেদের মুখ পূর্ব কিংবা পশ্চিম দিকে ফিরালে তাতে কোনাে নেকী হয় না। বরং নেকী হচ্ছে কোনাে ব্যক্তি আল্লাহ, শেষ দিন, ফেরেশতাগণ, কিতাবসমূহ ও নবীগণের প্রতি ঈমান আনবে। আর আল্লাহর ভালবাসার খাতিরে আত্মীয়-স্বজন, ইয়াতীম-মিসকীন, মুসাফির ও দানপ্রার্থীকে এবং দাসত্ব থেকে মুক্তি দিতে দান করবে। আর নামায কায়েম করবে, যাকাত দেবে, ওয়াদা করলে তা পূর্ণ করবে এবং দারিদ্র, কষ্ট ও জিহাদের সময় ধৈর্যধারণ করবে। এই সমস্ত লােকই সত্যবাদী এবং এরাই মুত্তাকী।”* অবশ্যই সফলকাম হয়েছে মুমিনগণ**